পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হল পরিবারের লোকজন।

স্থানীয় সূত্রে জানাগেছে, ঘাটাল বিধানসভার ভগিতথপুর এলাকার বাসিন্দা শেখ মামাদুল আলীর ফোনে গতকাল এক ফোন আসে এবং তিনি বাড়িতে জানান পরিচিত একজনের সাথে জরুরি দেখা করার জন্য তিনি বেরিয়ে যাচ্ছেন। তারপর আর তিনি বাড়ি ফেরেননি। পরে তার মৃত্যুর খবর পায় পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, এটি দুর্ঘটনায় মৃত্যু নয়, পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। এই বিষয়ে তারা কেশপুর থানায় অভিযোগ জানাতে গেলে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় এবং শেষ পর্যন্ত অভিযোগ নিতে অস্বীকার করে থানায় কর্মরত পুলিশ অফিসারেরা।

আজ সকাল থেকেই শুরু হয়েছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। মৃতদেহকে রাস্তায় রেখে বিক্ষোভ চালায় মৃতের পরিবারের লোকজন। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত না সঠিক তদন্তের আশ্বাস দেওয়া হচ্ছে এবং অভিযোগ গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে। কয়েক ঘণ্টা অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় ব্যস্ততম সড়ক।

