সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ নভেম্বর: রান্নার গ্যাস সহ পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভ্যান রিক্সায় মোটর বাইক চাপিয়ে বিক্ষোভ মিছিল করে তৃণমূল। আজ বিকেলে তৃণমূলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়ে মাচানতলায় এসে শেষ হয়। মিছিল শেষে মাচানতলায় মুক্তমঞ্চে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাঁকুড়া জেলা তৃণমূলের মুখপাত্র দিলীপ আগরওয়াল বলেন, রান্নার গ্যাস সহ পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধিতে জনগণ নাকাল। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী কার্যকলাপে সাধারণ মানুষ বীতশ্রদ্ধ।আজ রাজ্যের চারটি উপনির্বাচনের ফলাফলে পরিষ্কার মানুষ বিজেপির প্রতি বিমুখ। এবার সারাদেশ থেকে
বিজেপিকে হঠানোর জন্য মানুষ রায় দিয়েছে।