সাথী দাস, পুরুলিয়া, ৮ সেপ্টেম্বর: লক্ষ্য বিধানসভা নির্বাচন। বিজেপির সমর্থন নিজের দলের প্রতি টানতে মরিয়া শাসক তৃণমূল। তাই, এবার রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে পুরুলিয়া জেলাজুড়ে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল। দলের হাই কমান্ডের নির্দেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে পুরুলিয়ায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস।
আজ বিভিন্ন ব্লকের সঙ্গে পুরুলিয়া শহরেও এই কর্মসূচি পালন করে শহর তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বক্তারা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে বঞ্চনার অভিযোগ করে সরব হন। তাদের অভিযোগ কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বিমাতৃসুলভ আচারণ করছে। যা কাঙ্ক্ষিত নয়। পশ্চিমবঙ্গ দেশের মধ্যে অন্যতম একটি রাজ্য। বিভিন্ন প্রকল্প সহ আমফানের মত প্রাকৃতিক বিপর্যয়ের টাকাও আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার।
এদিন পুরুলিয়া শহরের ট্যাক্সিতে তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেন। ছিলেন পুরুলিয়া শহরের সিংহভাগ নেতৃত্বই। দলীয় ওই কর্মসূচিতে কয়েকশ কর্মী সমর্থক সমবেত হন সেখানে।