স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ এপ্রিল:
রবিবার সকাল ১১টায় শান্তিপুর শহরে সাহেব ডাঙ্গা পাড়ায় রাজ্য বিজেপির ডাকে শান্তিপুর শহর মন্ডল -১ এর উদ্যোগে রেশন ব্যাবস্থায় তৃণমূল সকারের চরম দুর্নীতি, করোনায় মৃত্যুর তথ্য গোপন, রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের ত্রাণ বন্টনে বাধা দান ও বিনা কারণে গ্রেপ্তারের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হল।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি শান্তিপুর শহর পূর্বের সভাপতি বিপ্লব কর, সাধারণ সম্পাদক শ্রী অমিত বৈরাগী, সম্পাদক শ্রী প্রবীর চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক শ্রী চাণক্য সেন, এছাড়াও যুব মোর্চার সভাপতি শ্রী দীনেশ রায়, সাধারণ সম্পাদক শ্রী সুমন্ত হালদার সহ আরো অনেকে।


