আমাদের ভারত, মেদিনীপুর, ১ ডিসেম্বর: চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নামল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। হায়দ্রাবাদে ঘটে যাওয়া নারকীয় ঘটনার নিন্দা জানিয়ে এবং মৃত চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ ও খুনের জন্য দায়ী অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে প্রতিবাদী মোমবাতি মিছিল করেছেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা।
এদিন সংস্থার সাপ্তাহিক পুরনো ও নতুন জামা-কাপড় আদান প্রদানের কর্মসূচি “মানবিক দেওয়াল” দ্বিতীয় বৎসরে পদার্পণ করল। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছাকাছি রাস্তার ধারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় কুইজ কেন্দ্রের উদ্যোগে মোমবাতি মিছিল শুরু হয়। মানবিক দেওয়াল থেকে মোমবাতি মিছিল শুরু হয়ে ক্ষুদিরাম মোড়, বিদ্যাসাগর মোড় হয়ে পুনরায় ক্ষুদিরাম মূর্তির সম্মুখভাগে এসে প্রতিবাদী মোমবাতি মিছিল শেষ হয়। মিছিলে কুইজ কেন্দ্রের সদস্য-সদস্যাদের পাশাপাশি মানবিক দেওয়ালে আসা মানুষজন ও পথ চলতি মানুষজন অংশ নেন। মিছিল শেষে হায়দ্রাবাদের ঘটনা ও দেশজুড়ে ঘটা অন্যান্য নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ‘শিক্ষারত্ন’, শিক্ষক গৌতম বোস, মৌপাল হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, লালগড় গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরা, গোলাড় সুশীলা হাইস্কুলের প্রধান শিক্ষক সুরেশ পড়িয়া, শিক্ষা আধিকারিক সূর্যশিখা ঘোষ, শিক্ষিকা সুতপা বসু, আল্পনা দেবনাথ বসু, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক নরসিংহ দাস, শিক্ষক শুভ্রাংশু শেখর সামন্ত, শিক্ষক অরুণাশু দে, মৃন্ময়ী খাঁড়া সহ অন্যান্যরা।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গৌতম বসু ও সুদীপ কুমার খাঁড়া।