কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জানুয়ারি: তৃণমূলের জেলা নেতা গৌতম ভট্টাচার্য শনিবার চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর জনসভায় বিজেপিতে যোগদান করেন। তিনি বিজেপিতে যোগদান করায় বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল বিজেপি কর্মী। ওই বিজেপি কর্মীরা স্লোগান দিতে থাকেন দুর্নীতিগ্রস্ত গৌতম বাবুকে দলে নেওয়া চলবে না। এই নিয়ে পরিস্থিতি একটু উত্তপ্ত হয়।
এই বিষয়ে গৌতমবাবু বলেন, কতজন বিজেপিতে যোগদান করবেন সেই তালিকা তিনি বিজেপিকে দিয়েছেন এবং পরিদর্শকের উপস্থিতিতে সেই তালিকা গৃহীত হয়। এরপর তিনি বিজেপিতে যোগদান করেন। কিছু বিজেপি কর্মীর বিক্ষোভকে তিনি তাঁর পুরনো দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের চক্রান্ত হতে পারে বলে মনে করছেন।
গৌতমবাবু আরও বলেন, তিনি ব্যক্তি কুৎসায় বিশ্বাসী নন। তিনি দলের একজন সৈনিক হিসেবে কাজ করতে চান।