সাথী দাস, পুরুলিয়া, ৮ সেপ্টেম্বর: বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সংগঠিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির আহ্বানে আজ জেলার বিভিন্ন ব্লকে কর্মরত অঙ্গনওয়াড়ি মহিলারা পুরুলিয়া শহরের জুবিলি ময়দানে জমায়েত হন। সেখান থেকে মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে দাবি নিয়ে স্লোগান দেন তাঁরা। দাবি ও অভিযোগ নিয়ে প্রকল্প আধিকারিকের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেত্রীরা।
দাবিতে সময় মতো বকেয়া ভাতা ও খরচ দেওয়া, সাম্মানিক বৃদ্ধি, পেনশন গ্র্যাচুয়েটি, গ্যাস ওভেন সহ সরঞ্জাম দেওয়া, জীবন বিমা, ডিম সবজি জ্বালানির খরচ বাজার দর অনুযায়ী দেওয়া, নতুন শিক্ষা আইন চালুর জন্য বলা হয়। এছাড়া বিভিন্ন অভিযোগও করেন তাঁরা।