চোপড়ায় সরকারি বাস ভাঙ্গচুর ও আগুন লাগানোর প্রতিবাদে তৃণমূল শ্রমিক সংগঠনের মিছিল রায়গঞ্জে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২২জুলাই: চোপড়ায় বিজেপি কর্মী সমর্থক ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের সরকারি বাস ভাঙ্গচুর ও আগুন লাগিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগে মুখে কালো কাপড় বেঁধে মিছিল ও মোমবাতি জ্বালিয়ে আন্দোলনে নামল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সমর্থিত রায়গঞ্জ ডিপোর “ড্রাইভার্স এন্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন।” রায়গঞ্জ শহরের ঘড়িমোড় থেকে এই প্রতিবাদ মৌন মিছিল শুরু হয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোতে এসে শেষ হয়।

গত রবিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চতুরাগছ বসলামপুর এলাকায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ধর্ষণ ও খুনের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ৩১ নম্বর জাতীয় সড়ক দিনভর অবরোধ করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বেশকিছু বাসে আগুন ও ভাঙ্গচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাতে রায়গঞ্জ শহরে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে আইএনটিটিইউসি সমর্থিত রায়গঞ্জ ডিপোর ড্রাইভার্স এন্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সংগঠনের রায়গঞ্জ ডিপোর সভাপতি কৌশিক দে সরকার জানিয়েছেন, উত্তরবঙ্গজুড়ে বিজেপি আন্দোলনের নামে সরকারি বাসে আগুন ধরিয়ে ভাঙ্গচুর করে সরকারি সম্পত্তি নষ্ট করে উত্তরবঙ্গের একমাত্র ভারী শিল্পকে তুলে দেওয়ার প্রয়াস চালাচ্ছে। বিজেপির এই জঘন্য কার্যকলাপের প্রতিবাদেই আমরা আন্দোলনে নেমেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *