করুণাময়ীর ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের ৭৮টি জায়গায় বামপন্থী গণসংগঠনগুলির বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর: টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অবস্থান আন্দোলনে মাঝরাতে পুলিশ তুলে দেওয়ার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলায় ৭৮টি জায়গায় বামপন্থী বিভিন্ন গণসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। জেলার ২১টি জায়গায় সড়ক অবরোধ সহ বিক্ষোভ সভা করে এসএফআই, ডিওয়াইএফআই, এবিটিএ, এবিপিটিএ। মুখ্যমন্ত্রী সহ শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয় এই অবস্থান বিক্ষোভ থেকে।

কলকাতার করুণাময়ীতে বিক্ষোভকারিদের গ্রেপ্তারের ঘটনাকে ধিক্কার জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়। মেদিনীপুর শহরের তিনটি জায়গায় ধিক্কার মিছিল এবং গোলকুয়াচক, প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে টায়ার জ্বালিয়ে এবং কালেক্টরেট মোড়ের সামনে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। ঘন্টাখানেক ধরে চলে এই অবরোধ। মেদিনীপুর শহরে বিক্ষোভে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই- এর জেলা সম্পাদক সুমিত অধিকারী, সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত চক্রবর্তী, এসএফআই-এর জেলা সভাপতি সাদ্দাম আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

খড়্গপুর শহরের ইন্দা, প্রেম বাজার, আইআইটি গেটের সামনে ও খরিদাতে পথ অবরোধ করে বিক্ষোভ সভা হয়। ঘাটাল, দাসপুর, সোনাখালি, গোপীগঞ্জ, ক্ষীরপাই, গড়বেতা, গোয়ালতোড়, শালবনী, পীড়াকাটা, চন্দ্রকোনারোড, বেলদা, নারায়ণগড়, ঠাকুরচক, খাকুড়দা, জাহালদা, মোহনপুর, দাঁতন, ডেবরা, বালিচক, জলচক, পিংলা, সবং, মোহাড়, তেমাথানী সহ ২১টি জায়গায় সড়ক অবরোধ সহ বিক্ষোভ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *