পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরের সাংবাদিক দেবমাল্য বাগচীর গ্রেফতারের প্রতিবাদে আজ পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে এগরা সাব ডিভিশন জার্নালিস্ট ফোরাম ও নাগরিক সমাজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দেওয়া হয়। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিশিষ্ট জনেরা এই বিক্ষোভে সামিল হন।
এদিন এগরার দিঘা মোড় থেকে মিছিল শুরু করে সারা বাজার পরিক্রমা করে এগরা মহকুমা অফিসে এসে শেষে হয়। এগরা শহরের ত্রিকোণ পার্কে ৫ মিনিটের প্রতীকি পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এগরা থানার ভারপ্রাপ্ত সিআই ও এগরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।
চোলাই মদের খবর করতে গিয়ে পুলিশের কাছে হেনস্থা ও গ্রেফতার হতে হয় পশ্চিম মেদিনীপুরের নির্ভীক সাংবাদিক দেবমাল্য বাগচীকে। তাঁকে নিঃস্বার্থ মুক্তির দাবিতে আজ এগরায় বিক্ষোভ মিছিল হয়।