সাথী দাস, পুরুলিয়া, ৮ জুলাই: কর্মসূচির আকর্ষণ বাড়াতে সিলিন্ডার উল্টো করে কাঠের উনান জ্বালিয়ে গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পুরুলিয়ায় প্রতিবাদ জানাল তৃণমূল। এদিন দলীয় নির্দেশ অনুযায়ী জেলাজুড়ে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, বিধায়ক ও নেতা নেত্রীরা গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি পালন করেন। কাশীপুর বিধানসভার বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া নিজের বাড়ির সামনে পরিবারের সদস্যদের নিয়ে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান। গ্যাস সিলিন্ডার উল্টো করে কাঠের উনান জ্বালিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তিনি।
এরকমটা কেন? এর উত্তরে বিধায়ক বলেন, ‘গ্যাসের দাম এত বেশি বেড়েছে যে বহু মানুষ বিশেষ করে গ্রামাঞ্চলে সিলিন্ডার উল্টো করে টেবিল বানিয়ে ব্যবহার করছেন। তাই এইভাবে প্রতিবাদ জানালাম। উজ্জ্বলা যোজনার নাম করে মানুষকে ঠকিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। গ্রামাঞ্চলে আমরা প্রতিদিন দেখছি জঙ্গল থেকে শুকনো ডাল পাতা কুড়িয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন মানুষ। দাম বেশি হওয়ায় গ্যাস কিনতে পারছেন না তাঁরা।’