সাত দফা দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডেবরা ব্লক কমিটির ডাকে বিক্ষোভ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: বেশ কিছু নিজস্ব দাবিদাওয়া নিয়ে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডেবরা ব্লক কমিটির ডাকে বিক্ষোভ সমাবেশ হয় ডেবরা ব্লক ভূমি সংস্কার দফতরের সামনে। সমাবেশ চলাকালীন সংগঠনের এক প্রতিনিধি দল ডেবরা ব্লক ভূমি সংস্কার আধিকারিকের হাতে সাত দফা দাবিতে একটি স্মারকলিপি তুলে দেয়। তখন সেখানে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সৌমেন ঘোষ।

ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, লোকসভা নির্বাচনের আগে দাবিগুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন হবে। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ডুঁয়া (১০/১) গ্ৰাম পঞ্চায়েতের হরিহরপুরে একটি জাহের স্থানের পাট্টা রেকর্ড অবিলম্বে দিতে হবে। এছাড়া ডেবরা ব্লকের শ্যামসুন্দরপুর মৌজায় আদিবাসী সমাজের মানুষের বাসস্থান এলাকার ১ একর ৪ ডেসিমল জায়গার পাট্টা রেকর্ড দিতে হবে, ফেলে রাখা চলবে না।

এই ব্যাপারে ভারত জাকাত মাঝি পারগানা মহলের অবিভক্ত মেদিনীপুর জেলার আহ্বায়ক রবীন মুর্মু বলেন, “আলোচনা ভালো হয়েছে। দাবিগুলি পূরণের ব্যাপারে বিএলআরও আশ্বাস ও ভরসা দিয়েছেন। আমরা অপেক্ষায় রইলাম। তবে লোকসভা নির্বাচনের আগে যদি এই আশ্বাস ও দাবি পূরণ না হয় তাহলে সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে।”

অপরদিকে ডেবরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সৌমেন ঘোষ বলেন, “ওনারা এসেছিলেন। আলোচনা সন্তোষজনক হয়েছে। সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *