police station, Titagarh, টিটাগড়ে ৩৮ বছরের পুরনো পুজো বন্ধের প্রতিবাদে থানায় বিক্ষোভ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ অক্টোবর:
টিটাগড় পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এম জি রোডে ওয়াগান কারখানার সামনে ৩৮ বছর ধরে দুর্গাপুজো করছে টিটাগড় তরুণ সংঘ দুর্গাপুজো কমিটি। অভিযোগ, টিটাগড় ওয়াগান কারখানার মদতে এবার পুজো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে টিটাগড় থানা। পুজো বন্ধের নির্দেশে বেজায় চটেছেন পুজো কমিটির লোকজন এবং স্থানীয়রা। প্রশাসনের তরফে পুজো বন্ধের নির্দেশের প্রতিবাদ জানিয়ে থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান পুজো কমিটির লোকজন। তবে পুজো কমিটির তরফে এখনও পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

পুজো কমিটির সম্পাদক নীরজ গুপ্তা বলেন, ৩৮ বছরের পুজো প্রশাসন বন্ধ করে দিতে বলেছে। টিটাগড় ওয়াগান কারখানা কর্তৃপক্ষের কাছে পুজোর জন্য দশ দিন চাওয়া হয়েছিল। কিন্তু ওয়াগান কারখানা কর্তৃপক্ষ তাদের পুজোতে বাধার সৃষ্টি করছে। প্রশাসনের তরফেও সহযোগিতা মিলছে না।

পুজো বন্ধ প্রসঙ্গে টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ বলেন, পুজো বন্ধ হবে না। টিটাগড় ওয়াগান কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *