Electricity, Panshkura, পাঁশকুড়ায় বিদ্যুৎ গ্রাহকদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ ডিসেম্বর: বিদ্যুতের স্মার্ট মিটার লাগানোয় আপত্তি করায় পাঁশকুড়ায় বিদ্যুৎ আন্দোলনের কর্মীর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ। এরই প্রতিবাদে পাঁশকুড়ায় বিদ্যুৎ গ্রাহকদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।

গত ১৯ ডিসেম্বর পাঁশকুড়ার মাইশোরা অঞ্চলের জগন্নাথপুরের এক গৃহস্থ বিদ্যুৎ গ্রাহক তথা বিদ্যুৎ গ্রাহক সমিতির মাইশোরা অঞ্চল কমিটির সদস্য জয়দেব বেরার বাড়িতে স্মার্ট মিটার লাগানোতে বাধা দেওয়ার রাগে প্রতিশোধ নিতে বিদ্যুৎ দপ্তরের পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টারের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার জোরপূর্বক তার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্মার্ট মিটার লাগায়। এরপর পরিকল্পিতভাবে চুরির কেস দিয়ে ওর নামে পাঁশকুড়া থানায় এফআইআর দায়ের করেছে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির ওই সিসিসি-র স্টেশন ম্যানেজার। সেই সঙ্গে ৬২,৪৮২ টাকার একটি বিল পাঠানো হচ্ছে বলে গতকাল গ্রাহককে জানায়। ওই ঘটনার প্রতিবাদে আজ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)’র পাঁশকুড়া জোনাল কমিটির পক্ষ থেকে পাঁশকুড়া বাজারে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয়। ঐ মিছিল থেকে দাবি ওঠে, স্টেশন ম্যানেজারের ওই প্রতিশোধ মূলক পদক্ষেপ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গ্রাহকদের স্মার্টলি টাকা লুট করার যন্ত্র স্মার্ট মিটার কোনোভাবেই জোরপূর্বক লাগানো চলবে না।

অ্যাসোসিয়েশনের পাঁশকুড়া জোনাল কমিটির উপদেষ্টা তথা জেলা কমিটির অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, প্রতিহিংসাপরায়ণ হয়ে পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার জয়দেব বেরার নামে মিথ্যা কেস দিয়েছে। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমরা বিষয়টি নিয়ে জেলাগতভাবে আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হব।

অন্যদিকে ওই স্মার্ট মিটার জোরপূর্বক লাগানোর বিরুদ্ধে, বেআইনিভাবে অতিরিক্ত সিকিউরিটির নামে হাজার হাজার টাকা আদায় বন্ধ, বর্ধিত মিনিমাম ও ফিক্সড চার্জ বাতিল সহ জনস্বার্থবিরোধী বিদ্যুৎ আইন-২০০৩ (সংশোধনী বিল-২০২২) বাতিলের দাবিতে ৪ঠা ও ৫ই মার্চ দিল্লিতে পার্লামেন্ট অভিযানের প্রস্তুতিতে আজ নারান্দা পরমেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ গ্রাহকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক, পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি অধ্যাপক জয়মোহন পাল, সম্পা দক শঙ্কর মালাকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *