আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: পুজোর আগেই উন্নত মানের দু’সেট স্কুলের পোশাক এবং মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির দাবি নিয়ে ডেভুটেশন ও বিক্ষোভ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের। তমলুকের স্টেশন রোডে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অবিলম্বে উন্নতমানের ২ সেট স্কুলের পোশাক এবং মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির দাবি নিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশন দেওয়া হয় সংসদের চেয়ারম্যানের কাছে।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসক এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির কাছে ডেপুটেশান দিয়ে দাবি জানান হয় যে, অবিলম্বে পুজোর আগে উন্নত মানের ২ সেট করে স্কুলের পোশাক সরবরাহ, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি ও শিক্ষক ও শিক্ষকদের মিড ডে মিলের হয়রানির থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়।
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সতীশ সাউ ও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক সৌমিত্র পট্টনায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য জেলা সভাপতি গোকুল মুড়া, নিমাই পটিদার, সৌমেন প্রধান, জেলা কার্যকরী কমিটির সদস্য সুজয় জানা, চন্দনা দাস, সুপ্রিয় পন্ডা, সিদ্ধার্থ রায়, মৌমিতা প্রামানিক সহ অন্যান্য সদস্যবৃন্দ।