পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: রাজ্যজুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে এবার পথে নামল কংগ্রেস। মেদিনীপুর শহরে কংগ্রেসের জেলা সভাপতি এবং কংগ্রেসের রাজ্য সম্পাদকের উপস্থিতিতে কোতয়ালি থানার সামনে বিক্ষোভ অবস্থান করে কংগ্রেস। এক ঘন্টা অবস্থান বিক্ষোভ চলে।
সম্প্রতি ঘটে যাওয়া আর জি কর- এর ঘটনা এবং পরবর্তী সময়ে রাজ্যে যে সমস্ত নারী নির্যাতনের ঘটনা ক্রমান্বয়ে ঘটে চলেছে সেই সমস্ত বিষয় নিয়েই সোচ্চার হোন কংগ্রেস নেতৃত্ব। গোটা রাজ্যের সঙ্গে এদিন জেলা শহর মেদিনীপুরেও বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা ও কর্মীরা।