সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৪ডিসেম্বর: বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে হত্যা ও হিন্দু নির্যাতনের প্রতিবাদে আজ বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ হিন্দু সংগঠনের উদ্যোগে বাঁকুড়া শহরে বিক্ষোভ কর্মসূচি হয়। কলেজ মোড় থেকে মিছিল করে শতাধিক কর্মী মাচানতলা মোড়ে হাজির হয়। বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা, বাঁকুড়া পৌরসভার কাউন্সিলর অনন্যা চক্রবর্তী এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন। সেখানে বিক্ষোভ সমাবেশ করে মহম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সম্প্রতি বাংলাদেশ জুড়ে সংগঠিত হিন্দু নির্যাতন, মঠ মন্দির ও হিন্দু ঘরবাড়ি লুঠ, নারী ধর্ষণ ইত্যাদি ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা রনধীর মুখোপাধ্যায়।

