জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরে পথে নামল তৃণমূল কংগ্রেস। ঘোষিত প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী শনিবার জেলার সর্বত্র মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। এদিন পেট্রোল পাম্পের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় কেশিয়াড়িতে। রাজ্য যুব তৃণমূলের সম্পাদিকা কল্পনা শিটের নেতৃত্বে যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রতিবাদে সামিল হন। সবং ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সবং ৮ নম্বর অঞ্চলে পেট্রোল ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ধর্না ও প্রতিবাদ সভা হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সবং ব্লক তৃণমূল সভাপতি অমল কুমার পন্ডা, জেলা তৃণমূল সহ-সভাপতি বিকাশ ভুঁইঞা, যুব সভাপতি নিশিকান্ত কর ব্লক তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স।
এদিন ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘাটাল পৌরসভা মোড়ে ঘাটাল ব্লকের বড়দার চৌকানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছিল।

