আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ আগস্ট: গত ৩০ এপ্রিল ব্যারাকপুর গঙ্গোত্রী পাড়া এলাকার বাসিন্দা ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী ওঙ্কার বন্দোপাধ্যায়ের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে শনিবার ব্যারাকপুরের নগরপাল কার্যালয় অভিযানের ডাক দেওয়া হয় বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে। ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড দিয়ে ব্যারাকপুর বি টি রোড হয়ে নগরপাল কার্যালয় থেকে এগাতে থাকে মিছিল। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেট দিয়ে মিছিল আটকে দেওয়া হয়, আর সেখানেই হাতে চুড়ি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা ও কর্মীরা। পরে পাঁচজনের প্রতিনিধি দলকে নগরপাল কার্যালয়ে গিয়ে নগরপালের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা কৌস্তুব বাগচি বলেন, আকজের এই ঘটনাই জানিয়ে দেয় যে পশ্চিমবঙ্গের আইন- শৃঙ্খলার অবস্থা। যেখানে একজন পুলিশ কর্মীর এই অবস্থা হয় সেখানে সাধারণত মানুষের নিরাপত্তা কোথায়? আর এই ঘটনার প্রতিবাদে আমরা ব্যারাকপুর নগরপাল কার্যালয় অভিযান কর্মসূচি নিয়েছি এবং ডেপুটেশন জমা দিয়েছি। যদি কাজ না হয় আগামী দিনে আরও বড়ো আন্দোলন করবো।