পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: গতকাল মালদহ জেলার মানিকচক এলাকায় লোডশেডিং- এর প্রতিবাদে বিক্ষোভরত বিদ্যুৎ গ্রাহকদের উপর পুলিশের গুলি চালানোর প্রতিবাদে আজ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)’র আহ্বানে সারা বাংলা প্রতিবাদ দিবসে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সভাপতি প্রদীপ দাস, সনজিত মাইতি।
অ্যাসোসিয়েশনের জেলা কমিটির অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করে দাবি করেন, গতকাল মানিকচকে নিরীহ বিদ্যুৎ গ্রাহকদের উপর গুলি চালনায় দোষী পুলিশ কর্মচারীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আহত গ্রামবাসীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। গত ৬ মাস ধরে মানিকচক এলাকায় রাতে লোডশেডিং করে গ্রাহক হয়রানি কেন করা হচ্ছিল, তার জবাব দিতে হবে। গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ে ব্যস্ত বিদ্যুৎ বন্টন কোম্পানির পরিষেবার চূড়ান্ত গাফিলতির জবাব দিতে হবে।

