স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৭ নভেম্বর:
ঠিকা শ্রমিকরা বেতন না পাওয়ায় ঠিকাদারের বিরুদ্ধে বিক্ষোভ। কৃষ্ণনগর বিএসএনএল কোম্পানির বাম সমর্থিত কর্মচারীদের মাইনে না হওয়ায় বিক্ষোভ দেখায় তারা।
জানা গেছে, কৃষ্ণনগরে বিএসএনএল এর ঠিকা শ্রমিকদের দুটো ইউনিয়ন আছে। দুটো ইউনিয়নের মধ্যে একটা তৃণমূল পরিচালিত, আরেকটা বাম। তৃণমূল পরিচালিত ঠিকা শ্রমিকরা টাকা পেয়ে গেলেও বামেরা পায়নি। তাদের অভিযোগ সরকার টাকা দিয়ে দিলেও ঠিকাদার তাঁদের দেয়নি।
জানা গেছে, বিএসএনএলের কোম্পানিতে যেসব চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করে তারা বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন ও তৃণমূলের এক সংগঠনের ছত্রছায়ায় বিভক্ত। বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন বাম সংগঠন দ্বারা পরিচালিত। এইসব চুক্তিভিত্তিক কর্মচারীদের মাইনে অক্টোবরের কুড়ি তারিখে ঠিকাদারের কাছে সরকার দিয়ে দিয়েছে। গত ২২ তারিখে তৃণমূল সংগঠনের কর্মচারীরা তাদের বকেয়া বেতন পেলেও বাম সংগঠন কর্মচারীরা পায়নি। এরই প্রতিবাদে বাম সংগঠনের কর্মচারীরা শুক্রবার পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ দেখায়।