পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি:শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রবিবার বিকেলে মেদিনীপুর শহরের কেরানিতোলা মোড়ে বিজেপির যুব মোর্চার উদ্যোগে তীব্র বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি আশির্বাদ ভৌমিকের নেতৃত্বে এই বিক্ষোভে শতাধিক যুব মোর্চার সদস্য অংশগ্রহণ করেন। প্রায় এক ঘন্টা ধরে পথ অবরোধ চলার ফলে শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচলে ব্যাপক ব্যাঘাত ঘটে।

বিক্ষোভ চলাকালীন যুব মোর্চার কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়, যা ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতা অরূপ দাস, দেবাশিস দাস সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভকারীদের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
যুব মোর্চার জেলা সভাপতি আশির্বাদ ভৌমিক বলেন, “রাজ্যে রাজনৈতিক হিংসা দিন দিন বাড়ছে। বিরোধী কণ্ঠ রোধ করতেই এই ধরনের হামলা চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি।”
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে অবশেষে অবরোধ উঠে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়। তবে এই ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

