পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১০ আগস্ট: দক্ষিণ পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার এবং খড়্গপুর ডিভিশনের ডিআরএম কোলাঘাট, মেচেদা, ভোগপুর, পাঁশকুড়া স্টেশন পরিদর্শনে এলে নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে অস্বাভাবিকভাবে দেরিতে ট্রেন চলাচলের প্রতিবাদে, মেচেদা স্টেশন সংলগ্ন কয়েকটি রাস্তা দ্রুত মেরামত সহ স্টেশনের উন্নয়ন, পাঁশকুড়া- কনকপুরে ফ্লাইওভার নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা উন্নতি, ভোগপুরে লেবেল ক্রসিং নির্মাণ সহ বিভিন্ন দাবিতে জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র ও খড়্গপুরের ডি আর এম কে আর চৌধুরীর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়।
নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে প্রতিনিধি দলে ছিলেন জেলা আহ্বায়ক মধুসূদন বেরা, সুব্রত দাস, তপন নায়ক এবং সারা বাংলা ফুলচাষি ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ। ডিএম দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।