রাজেন রায়, কলকাতা, ৩০ অক্টোবর: বিপদজনক বাড়িগুলিতে মানুষ যাতে বসবাস না করেন, তার জন্য বাড়ি বাড়ি প্রচার চালায় কলকাতা পুরসভা। কিন্তু যারা বহুদিন ধরে ওইসব বাড়িতে থেকে গিয়েছেন, তাদের পক্ষে সবসময় সেই বাড়ি ছেড়ে চলে যাওয়া সম্ভব হয় না। থাকে স্থানগত থেকে আর্থিক সমস্যা। তাই শহরের বিপজ্জনক বাড়ির আবাসিকদের রক্ষাকবচ দিতে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা।
গত কয়েক মাসে অন্তত ৩০ থেকে ৩৫ টি বিপদজনক বাড়ি ভেঙ্গে পড়েছে বৃষ্টি ঝড়ে। একাধিক মৃত্যু ঘটেছে। বিশেষ করে আহিরীটোলায় ঘটেছিল মর্মান্তিক ঘটনা। পুরসভার হিসেবে শহরে প্রায় সাড়ে তিন হাজার বিপদজনক বাড়ি রয়েছে। তার মধ্যে অন্তত ১০০ টি বাড়ি যে কোনও মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে। এবার বিপজ্জনক বাড়ির আবাসিকদের রক্ষাকবচ দিতে আইন সংশোধনীর প্রস্তাব দিল পুরসভা।
কলকাতায় যে সমস্ত জরাজীর্ণ পুরনো বাড়ির মালিক আছেন কিংবা নেই, কিন্তু বহু ভাড়াটিয়া দখল করে সেখানে বসবাস করছেন তাদের জন্য বিশেষ সার্টিফিকেট ইস্যু করবে পুরসভার কর এবং রাজস্ব বিভাগ। বিপজ্জনক বাড়ি ভেঙ্গে নতুন আবাসন তৈরি হওয়া পর্যন্ত তারা চাইলে সেই জমিতে অস্থায়ী কাঠামো বানিয়ে বসবাস করতে পারবেন। আবাসন তৈরি হলে পুরসভার দেওয়া শংসাপত্রের বলে তাদের সেখানে ঘর বা আবাসন দেওয়া হবে। নবান্ন সিলমোহর দিলে অনেকটাই সুবিধা হবে বিপজ্জনক বাড়ির আবাসিকদের, দাবি পুর আধিকারিকদের।