সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে পু্রুলিয়ায় পুলিশের সমন্বয় সভায় অঙ্গীকার

সাথী দাস, পুরুলিয়া, ১৪ জুন: সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে পু্রুলিয়া জেলা পুলিশ বিশেষ উদ্যোগ নিল। স্থানীয় প্রশাসন, পুরসভার কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সমন্বয় সভা করল জেলা পুলিশ। পুরুলিয়া শহরে পুলিশের অতিথি আবাস’ক্ষণিকা’য় অনুষ্ঠিত ওই সভায় সম্প্রীতি বজায় রাখা ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

দেশ তথা রাজ‍্য রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার মাধ‍্যমে উস্কানি মূলক কিছু মন্তবের পরিপ্রেক্ষিতে বহু জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে। সেই আঁচ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে পুরুলিয়াবাসীর কাছে পুলিশের পক্ষ থেকে বার্তা পাঠানোর জন‍্য এই সভার আয়োজন বলে জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার(হেড কোয়ার্টার) পিনাকি দত্ত, ডিএসপি (ডি এন টি) আশিষ রায়, আইসি সদর, আই সি মফস্বল প্রমুখ। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম‍্যান নবেন্দু মাহালি, ২৩টি ওয়ার্ডের কাউন্সিলর, জেলার অন‍্যান‍্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

সভা থেকে বেরিয়ে বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা জানান, “পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আজকের সমন্বয় সভা ফলপ্রসূ হবে। পুরুলিয়া শান্তিপ্রিয় জেলা। অশান্তি এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।”

সভায় মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা মহম্মদ ফকিরুদ্দিন বলেন, “পুরুলিয়ায় সব ধর্মের মানুষ মিলেমিশে থাকেন। সব অনুষ্ঠানে সম্প্রীতি লক্ষ্য করা যায়। অপপ্রচার এড়াতে সোশ্যাল সাইট থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়।”

পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি বলেন, “পুরুলিয়া জেলা তথা সারা বাংলায় সম্প্রীতি ঐক্য কোনও ভাবেই নষ্ট করা যাবে না। মূলত এই বিষয়টি সর্ব সম্মতিতে সিদ্ধান্ত যেমন হয় তেমনই সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অঙ্গীকার বদ্ধ হয় সবাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *