প্রকল্পের ফলক যখন উঠোনের পাদানি

আমাদের ভারত, মেদিনীপুর, ২০ জুন: গ্রাম বাংলার মানুষের কাছে তাদের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে ১০০ দিনের কাজের গুরুত্ব অপরিসীম। কিন্তু গ্রামাঞ্চলের সাধারণ মানুষ সে বিষয়ে ততটা সচেতন নয়। ১০০ দিনের কাজ করবার জন্য গ্রাম পঞ্চায়েতের থেকে যে  প্রকল্প বোর্ড লাগানো হয়, বেশিরভাগ সময়ই তা কোনও পুকুরের ঘাটে অথবা কোন মানুষের বাড়ির চাতালে ও বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায়।

ইচ্ছাকৃতভাবে প্রকল্প স্থান থেকে সেই বোর্ড তুলে এনে অপ্রাসঙ্গিক কাজে নিজের স্বার্থে লাগায়। অনেক ক্ষেত্রে আবার সেটিকে ভেঙ্গে নষ্ট করে দেওয়া হয়। শালবনি ব্লকের শালবনি গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে প্রকল্পটির কাজ শুরু হওয়ার আগেই বোর্ডটিকে তুলে এনে একটি বাড়ির উঠোনের পাদানি করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই প্রতিবাদ করা উচিত এবং প্রত্যেক মানুষকে সচেতন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *