পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: আইএসএসএন দ্বারা পরিচালিত ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাওয়ার্ড কংগ্রেস ২০২৩ কর্তৃক বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন ডক্টর দেবাশীষ ঘোষ। তিনি মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেলের ল্যাবরেটরি সায়েন্স ও ম্যানেজমেন্টের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান।
২৮ অক্টোবর তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে এক বিশেষ অনুষ্ঠানে তাকে আইআইএসটিএসি ২০২৩ পুরস্কারে সম্মানিত করা হবে বলে ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাওয়ার্ড কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া এক আমন্ত্রণ পত্রে জানানো হয়েছে। ডক্টর দেবাশীষ ঘোষের এই সম্মান প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অধ্যাপক ও গবেষকরা। বিপানীয় ত্রুটিজনিত রোগের ঔষধ আবিষ্কারের ক্ষেত্রে জীবনব্যাপী গবেষণার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।