জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ অক্টোবর: মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে পশ্চিম মেদিনীপুরের বেলদায় মিছিল করল তৃণমূল। মিছিলের আগা গোড়া ব্যানার, হোর্ডিং, বুকে ঝোলানো পোষ্টারে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। মিছিলে অভিষেকের ছবি দেওয়া গেঞ্জিও দেখা গেছে।
মঙ্গলবার পিকের পরামর্শ মত তৃণমূলের সদ্য গড়ে ওঠা ‘যুবশক্তি’র মিছিল ছিল বেলদা মফঃস্বল শহরে। অবশ্য যুবশক্তি নাম হলেও প্রৌঢ়, বৃদ্ধ কিংবা অন্যরাও ছিলেন সেই মিছিলে। নাই নাই করে হাজার খানেক লোক মিছিলে যোগ দেন। মিছিলের আয়োজক ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা বেলদার তৃণমূল নেতা সূর্যকান্ত অট্ট। মিছিল ছিল মূলতঃ কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করা এবং হাথরস কান্ডের প্রতি ধিক্কার জানানোর। কিন্তু অনেকের মতে এই মিছিল ছিল কার্যত শুভেন্দু অধিকারী অনুগামী সংগঠন ‘আমরা দাদার অনুগামী’ সংগঠনকে টক্কর দেওয়ার মিছিল।