সাথী দাস, পুরুলিয়া, ১৯ নভেম্বর:
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে পুরুলিয়ায় মিছিল করল এস ইউ সি আই সহ বাম পন্থী ছাত্র যুব মহিলা সংগঠন। পুরুলিয়া শহরের জুবিলি ময়দান থেকে শুরু হয় মিছিল। ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও, যুব সংগঠন অল ইন্ডিয়া ডি ওয়াই ও মহিলা সংগঠন মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং এসএফআইয়ের যৌথ উদ্যোগে ওই মিছিল ভিক্টোরিয়া স্কুল মোড়, জেলা স্কুল মোড়, হাটের মোড় হয়ে ট্যাক্সি স্ট্যান্ড এ শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন ছাত্র সংগঠন এআইডিএস ও’র জেলা সম্পাদক বিকাশ রঞ্জন কুমার, যুব সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দীপক কুমার মহিলা সংগঠনের জেলা সম্পাদিকা রানী মাহাতো এবং অন্যান্য বামপন্থী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, আগামী ২৬ নভেম্বর ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। রেল, কয়লা, বিদ্যুত, বিমা, ব্যাংক সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ, শ্রম আইন, নারী নির্যাতন, কৃষি বিল এর প্রতিবাদ জানিয়ে এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল সহ নানান দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের সমর্থনে আজ পুরুলিয়া, রঘুনাথপুর ও হুড়া শহরে বামপন্থী ছাত্র-যুব-মহিলা সংগঠনগুলির মিছিল করে। মিছিলে সব স্তরের সাধারণ মানুষকে ধর্মঘট সফল করার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
রঘুনাথপুর শহরের এল আই সি মোড় থেকে মিছিল শুরু হয়ে নতুন বাসস্ট্যান্ড হয়ে কাছারিতে শেষ হয়। বাসস্ট্যান্ড ও কাছারিতে পথসভা হয়। সেখানের মিছিলে নেতৃত্ব দেন এ আই ডি এস ও-র জেলা সভাপতি স্বপন পরামানিক, এ আই ডি ওয়াই ও জেলা ইনচার্জ সোমনাথ কৈবর্ত, এ আই এম এস এস এর জেলা সভানেত্রী বন্দনা ভট্টাচার্য্য প্রমুখ।