পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: যাদবপুর ইস্যু নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে অর্থাৎ সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র সংগঠন এসএফআই। এই ধর্মঘটের ফলে উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা সহ সারা রাজ্যের একাধিক জায়গায়। এই ঘটনার ধিক্কার জানিয়ে এদিন বিকেলে ধিক্কার মিছিল করলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি।
এদিন কালো ব্যাচ পরে মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বরে পদযাত্রা ও পথসভার মধ্যে দিয়ে ধিক্কার কর্মসূচি পালন করা হয়। এই ধিক্কার কর্মসূচি থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে দাবি তোলা হয়।