পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের আগে মিছিল ও প্রস্তুতি ঘিরে উন্মাদনা দেখল মেদিনীপুর শহরের মানুষ। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে মিছিল ও সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ, তৃণমূল আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী, জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা সহ জেলার প্রথম সারির নেতারা।
জানা গিয়েছে, এদিন মেদিনীপুর কলেজ মাঠ থেকে সুবিশাল মিছিল শুরু হয়। পরে কালেক্টরেট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় দশ হাজার মানুষের উপস্থিতি ছিল। পরে কালেক্টরেট মোড়েই পথসভা হয়।
তৃণমূল নেতৃত্ব জানান, বিভিন্ন স্তরের মানুষ এই পথসভায় অংশ নেন। শহিদ সমাবেশে ৫০ হাজার মানুষের সমাগম করাই মূল লক্ষ্য। এদিন দেবাংশু বলেন, বিজেপি বলছে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। তাই বিজেপিকে শুধু মেদিনীপুর শহর নয়, গোটা বাংলা থেকে উৎখাত করতে হবে।
এদিন সায়িনী ঘোষ বলেন, আমাদের একটাই স্লোগান বিজেপি হটাও, দেশ বাঁচাও। যদিও নাড়াও কলকাঠি , ফের জিতবে হাওয়াই চটি। ফের খেলা হবে।