বিশ্ব এইডস দিবসে ঘাটালে মিছিল ও সচেতনতা শিবির

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১ ডিসেম্বর: বিশ্ব এইডস দিবসে আজ ঘাটাল মহকুমা হাসপাতালে এইডস সচেতনতার উপর আলোচনা সভা হল। তার আগে একটি মিছিল হয়। আলোচনা সভায় ছিলেন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার সম্রাট রায় চৌধুরী, ডাক্তার এইচ কে পাল, ডাক্তার শোভন দাস সহ অন্যান্য চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মীরা। এছাড়াও ছিলেন দুর্বার সমন্বয় সমিতির মহিলারা।

ডাক্তার এইচকে পাল বলেন, এইডস রোগ ১৯৮০ সালে প্রথম আমেরিকায় দেখা যায়। এরপর এই রোগটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। একবার এইডস হলে সারে না, তাই এইডস যাতে না হয়, তার জন্য সচেতন থাকতে হবে। সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, ২০১৪ সালে মহকুমা হাসপাতালে এআরটি সেন্টার চালু হওয়ার পর থেকে শহরজুড়ে আজকের দিনে র‍্যালি হত। কিন্তু এবারে করোনা পরিস্থিতির জন্য এই অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হয়েছে। শহরজুড়ে র‍্যালি হয়নি। এইডস প্রতিরোধে সচেতনতা খুবই জরুরি বলে চিকিৎসকরা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *