জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুলাই: করোনার তৃতীয় ঢেউ আসার আগে টিকা নেওয়ার চাহিদা বাড়ছে। প্রতিষেধক টিকার পর্যাপ্ত যোগান না থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সাধরণ মানুষকে। রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতাল, গ্রামীণ হাসপাতালগুলিতে টিকা নেওয়ার জন্য ভোর তিনটে থেকে লাইনে দাঁড়ালে তবে মিলছে টিকা।
বুধবার কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালেও একইভাবে টিকা নেওয়ার লম্বা লাইন দেখা গেছে। পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী এদিন টিকা দেওয়ার কর্মসূচি ছিল। ভোর রাত থেকে ইট, পাথর, ব্যাগ বা প্লাস্টিক বোতল দিয়ে লাইনে মানুষজনকে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সকাল থেকে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে নিতে হচ্ছে টিকা। বর্ষায় বৃষ্টিতে ভিজে ভোর রাত থেকে বৃদ্ধ বৃদ্ধাদেরও লাইনে থাকতে হয়েছে। কেউ ৫০কেউ ১০০ টাকা দিয়ে ছোট গাড়ি অথবা টোটো ভাড়া করে হাজির হন হাসপাতালে। রোদ জল যাই হোক তাদের একটাই সংকল্প টিকা নিয়ে তারা বাড়ি ফিরবেন।