অবরোধ তাণ্ডবে বিঘ্নিত রেল চলাচল 

আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: বিক্ষোভ, অবরোধ ও ভাঙ্গচুরের ফলে শনিবার সকাল থেকে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর হাওড়া শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। বিক্ষোভ অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ ও ডাউন লাইনের অসংখ্য ট্রেন। খড়গপুর- হাওড়া রেলপথের পাশাপাশি কলকাতা মুম্বাই ছয় নম্বর জাতীয় সড়কেও কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেওয়ায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর হাওড়া শাখায় নলপুর মৌরিগ্রাম ও সাঁকরাইল স্টেশনে সকাল থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ অবস্থান করেন। গতকাল রাতে মৌরিগ্রাম স্টেশনে টিকিট কাউন্টারে ভাঙ্গচুর চালানো এবং কম্পিউটারে আগুন লাগানোর পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর আজ সকালে আরো কয়েকটি স্টেশনে ভাঙ্গচুর চালানোর অভিযোগ ওঠে।

দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অশান্তির কারণে হাওড়া- পুনে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া- মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া- দিঘা এসি এক্সপ্রেস, হাওড়া- চেন্নাই করমন্ডল এক্সপ্রেস এবং ইস্ট কোস্ট এক্সপ্রেস, হাওড়া- এর্নাকুলাম অমরোদয় এক্সপ্রেস, হাওড়া- যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস এবং হাওড়া তিরুপতি হামসফর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া ভুবনেশ্বর- হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, পুরি- হাওড়া শতাব্দী এক্সপ্রেস খড়গপুর পর্যন্ত এসে ফিরে গেছে। হাওড়া- রাঁচী ইন্টারসিটি এক্সপ্রেস এবং হাওড়া – টাটা স্টিল এক্সপ্রেস হাওড়ার পরিবর্তে মেছাদা থেকে ছেড়েছে। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সকাল থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ও মালবাহী ট্রেনগুলি। এরফলে যাত্রীরা কার্যত অসহায় হয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *