পুরুলিয়ায় নববর্ষের ক্যালেন্ডার বিতরণ কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী পার্থ ব্যানার্জির

সাথী দাস, পুরুলিয়া, ৫ ডিসেম্বর: ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার বিতরণ করে আসন ধরে রাখার উদ্যোগ নিল পুরুলিয়া জেলা কংগ্রেস। বছরের প্রথম দিন থেকেই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী হিসেবে কার্যত প্রচার শুরু করলেন পার্থ প্রতীম ব্যানার্জি। তিনি প্রদেশ কংগ্রেসের সম্পাদক পদে রয়েছেন।

গতবারের বাম কংগ্রেস জোট প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কংগ্রেস নেতা সুদীপ মুখার্জি। সম্প্রতি অমিত শাহর মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনিও বিজেপিতে যোগ দেন। তাই, জেলা কংগ্রেসের পক্ষে ওই আসনে সর্ব সম্মতিতে সমাজসেবী পার্থর নাম প্রস্তাব করে হাই কমান্ডের কাছে পাঠানো হয়। বামেদের সঙ্গে জোট হচ্ছে ধরে নিয়েই কার্যত ভোট প্রচার শুরু করলেন পার্থ প্রতীম ব্যানার্জি। দলীয় জেলা কার্যালয় থেকে নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করে ভোট প্রচার শুরু করেন। পুরুলিয়া শহরের বিভিন্ন ব্যস্ততম এলাকা এবং বহুতল আবাসনগুলিতেও ক্যালেন্ডার বিতরণ করে জনসংযোগ বাড়াতে উদ্যোগী হন পার্থবাবু।

পঞ্চাশোর্ধ পার্থ ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কংগ্রেস ঘরানার এই নেতার বরাবর জনপ্রিয়তা রয়েছে। সব রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে একটা সমীহ পেয়ে আসছেন। কংগ্রেসের এই কৌটিল্য কোনও দিন ব্যক্তি আক্রমণ করেননি। সুভাষী এই রাজনীতিক বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের খাড়া করে কৌশল রচনা করে এসেছেন তিনি। কংগ্রেসের গ্রহণযোগ্যতা যখন তলানীতে তখন বিভিন্ন
কাজকর্মের মধ্য দিয়ে সংগঠন ধরে রাখার চেষ্টা চালিয়ে গিয়েছেন জেলার এই ‘কিং মেকার’।

পার্থবাবু তাঁর আগে ভাগে এই অভিনব ভোট প্রচার সম্পর্কে বলেন, “এটা ঠিক ভোট প্রচার নয়। শুভেচ্ছা বিনিময় মাত্র। তবে, এর আগে আমাদের দলের বিধায়ক পুরুলিয়াবাসীর সঙ্গে প্রতারণা করেছেন। মানুষের বিশ্বাসের মর্যাদা দেননি। আমাদের দলের মুখ পুড়িয়েছেন তিনি। এলাকার কাজ আমার মাধ্যমে দল করবে। সমাজ সেবা আমার মূলধন। সুযোগ পেলে তা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব।”

কংগ্রেস জেলা সভাপতি তথা বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকা নেপাল মাহাতো বলেন, ” জেলা থেকে সর্ব সম্মতিতে পার্থর নাম পাঠানো হয়েছে। বামেদের সঙ্গে জোট হলেও তিনি প্রার্থী হতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *