আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ ফেব্রুয়ারি:
পারুল প্রকাশনী আয়োজিত রাজ্যস্তরের পঞ্চম শ্রেণির পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও সান্মানিক তুলে দেওয়া হল। শুক্রবার রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে ছোট্ট এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শুভেন্দু মুখার্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারুল প্রকাশনীর জেলার অবজারভার সুরজিৎ ঘোষ।
গত সেপ্টেম্বর মাসে পারুল প্রকাশনী সংস্থা পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে একটি মক টেস্ট নেয়। সারা রাজ্য থেকে প্রায় পঞ্চাশ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তর দিনাজপুর জেলা থেকে ১৭৮৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসে। পরীক্ষার ফলাফলের নিরিখে উত্তর দিনাজপুর জেলার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হল। প্রথম স্থানাধিকারীকে মানপত্র ও পাঁচ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে তিন হাজার টাকা ও মানপত্র এবং তৃতীয় স্থানাধিকারীকে দুই হাজার টাকা ও মানপত্র তুলে দেওয়া হয়। শিক্ষার মানের উন্নয়নে এধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার শিক্ষাবিদরা।