পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বেলপত্রী এলাকায় শ্রম পাঠশালার উদ্যোগে সাত দিন ধরে চলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অবসান হল সোমবার। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় বেলপত্রী ইউনিটের পক্ষ থেকে। জানা গিয়েছে এদিন চল্লিশ জন প্রতিযোগীর হাতে পুরস্কার ও সংশাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি বাগদেবীর আরাধনা উপলক্ষে ১৫০০ মানুষকে প্রসাদ বিতরণ করা হয় ইউনিটের পক্ষ থেকে।
বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পাশাপাশি শ্রম পাঠশালার মুখ্য উপদেষ্টা ড: পরিমল কান্তি মন্ডলের অনুপ্রেরণায় ও স্থানীয় মানুষদের সহযোগিতায় সাউথ ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত খড়্গপুর ও আদ্রা ডিভিশনের চন্দ্রকোনা রোড, পাঁশকুড়া, কলাইকুণ্ডা, খড়্গপুর, নিমপুরা, ঝাড়গ্রাম, বেলদা ও অন্যান্য গুডশেডে কর্মরত শ্রমিক শিশুদের নিয়ে বেলপত্রী, বড়কোলা, মাবা, কোড়াদানা, ধর্মপুর, সুকনাস সহ বিভিন্ন স্থানে বাকদেবীর আরাধনা ও পুষ্পাঞ্জলি সম্পন্ন হয়।
এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি কৃষ্ণেন্দু মাইতি, সম্পাদক সুমন ঘোষ, কোষাধ্যক্ষ বুবাই ধল, রাম দণ্ডপাঠ, বুলেট পাতর, বিশিষ্ট সমাজসেবী মহাদেব সুর, শ্রম পাঠশালার শিক্ষক- শিক্ষিকা ও অন্যান্য সহযোগীরা।