Priyanka Gandhi, Congress, দক্ষিণ ভারত থেকে রাজনীতিতে পাকাপাকি পদার্পণ! রায়বেরেলি রেখে রাহুলের ছেড়ে দেওয়া ওয়েনাড়ে কংগ্রেস ভোট প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী

আমাদের ভারত, ১৭ জুন: মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া আসন রায়বরেলিকেই ধরে রাখছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছেড়ে দিচ্ছেন অসময়ের সঙ্গী ওয়েনাড়কে। আমেঠি তাঁর দিক থেকে মুখ ফেরালেও ওয়েনাড় তাঁর দুঃসময়ের সঙ্গী ছিল। তবে সেখানে দাঁড়াচ্ছেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী।

সোমবার কংগ্রেসের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। কংগ্রেসের সভাপতি মল্লিকা অর্জুন খাড়গের বাড়িতে আলোচনার পর সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন ছিল। তাঁর কথায়, ওয়েনাড়ের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। রায়বরেলি এবং ওয়েনারের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি ওয়েনাড় ছাড়ছি প্রিয়াঙ্কা লড়বে ওয়েনাড় থেকে।”

খাড়গের বাড়িতে আয়োজিত বৈঠকে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা, কেসি বেণুগোপাল উপস্থিত ছিলেন। এই প্রথম গান্ধী নেহেরু পরিবারের কোনো রাজনীতিক দক্ষিণ ভারত থেকে নিজের সংসদীয় রাজনৈতিক জীবনের যাত্রা শুরু করেছেন। রাহুল গান্ধী এবং তার ঠাকুমা ইন্দিরা গান্ধী দক্ষিণ ভারত থেকে লোকসভা ভোটে লড়ে জিতলেও জীবনে প্রথম নির্বাচন কিন্তু উত্তর প্রদেশ থেকেই লড়েছিলেন।

রায়বেরেলি থেকে এবার রেকর্ড ভোটে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। এই আসনে ২০১৯ সাল পর্যন্ত সাংসদ ছিলেন সোনিয়া গান্ধী। তার আগে রায়বেরেলি থেকে কংগ্রেসের সংসদ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কংগ্রেসের গড়ে রাহুল মা সোনিয়া গান্ধীর থেকেও বেশি ভোট পেয়েছেন। বিজেপির প্রার্থীকে হারিয়েছেন প্রায় সাড়ে চার লক্ষ ভোটে। ২০১৯ সালে লোকসভা ভোটে উত্তরপ্রদেশের আমেঠি থেকে হেরে গেলেও কেরলের ওয়েনাড়ে জিতেছিলেন রাহুল। এবার রায়বেরেলিতে জেতার পর সেই ওয়েনার ছেড়ে দিলেন রাহুল।

২০১৪ সালে ৪৪ এবং ২০১৯ সালে ৫২টি আসনে জিতেছিল কংগ্রেস। সেখানে এবার লোকসভা নির্বাচনের ৯৯টি আসনে জিতে প্রধান বিরোধী দলের মর্যাদা পুনরুদ্ধার করেছে তারা। এর ফলে লোকসভায় ফিরতে চলেছে বিরোধী দল নেতার পদ। কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের দুটি আসন থেকে সাড়ে তিন লক্ষের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন রাহুল। এক্ষেত্রে কোন আসন তিনি ধরে রাখবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে শোনা গিয়েছিল। আজ জানা গেল, প্রিয়াঙ্কা নিজের রাজনৈতিক জীবনে এগিয়ে চলার জন্য ওয়েনাড়ে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *