আমাদের ভারত, ১১ আগস্ট: ১৫ আগস্টের মধ্যেই বেসরকারি স্কুলগুলিতে অভিভাবকদের বকেয়া থাকা ফি-র ৮০% মিটিয়ে দেওয়ার পুরনো নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালত জানিয়েছে এই মামলার কোনো নথি ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না।
অভিভাবক ফোরামের পক্ষ থেকে মামলাকারীর হয়ে সাওয়াল করা আইনজীবী বকেয়া ফিরিয়ে দেওয়ার সময়সীমা বৃদ্ধির আবেদন করেছিলেন এদিন। কিন্তু সে আবেদনের সায় দেয়নি হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে ১৫ আগস্টের মধ্যে স্কুলের বাকি থাকা ফি দিতে হবে অভিভাবকদের।
তবে একইসঙ্গে আদালত জানিয়েছে, এই সময়ের মধ্যে কোন ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাস বা পরীক্ষা থেকে বঞ্চিত করতে পারবে স্কুল কর্তৃপক্ষ।যেসব পড়ুয়ার ফি বাবদ বকেয়া রয়েছে তার ৮০% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
টিউশন ফি ছাড়াও বিভিন্ন খাতে পড়ুয়াদের কাছে বিপুল অংকের টাকা নেয় বেসরকারি স্কুলগুলো। করোনা পরিস্থিতিতে স্কুলগুলো সেই ফি নেওয়া বন্ধ করুক এই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ১৫ হাজার পড়ুয়ার অভিভাবক। বিড়লা, অশোকা হাই স্কুল, অ্যাডামাস ইন্টারন্যাশনালের মত একাধিক স্কুলকে পক্ষ করে মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত নির্দেশ দিয়েছিল মোট ১১২ টি স্কুলকে এই মামলায় যুক্ত করতে। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছিল এই বিষয়ে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। মহামারী পরিস্থিতিতে বিভিন্ন সময়ে একাধিক বিজ্ঞপ্তি জারি করে বেসরকারি স্কুল গুলিকে ফি বৃদ্ধি থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছিল সরকারের তরফে।