নিজস্ব প্রতিনিধি, কোচবিহার, ১৩ আগস্ট: ম্যাগমা ফিনকর্প নামে একটি নন-ব্যাংকিং ফিনান্সিং সংস্থা ২০২০ সালের জন্য সারাদেশে ১০০ জন মেধাবী অথচ দরিদ্র এমন ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেবে। গত কয়েক বছর ধরে তারা এই কাজ করে যাচ্ছেন, এখনো পর্যন্ত ৪০০ জন ছাত্র-ছাত্রী এই সুযোগ পেয়েছেন।
তবে এই সুবিধা পেতে হলে উচ্চমাধ্যমিকে অন্তত ৮০ শতাংশ নম্বর পেতে হবে এবং পরিবারের মাসিক আয় হতে হবে ১০ হাজার টাকার নিচে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন পত্র নেওয়া হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এর জন্য লগ ইন করতে হবে সংস্থার ওয়েবসাইট
www.magma.co.in. এছাড়াও সংস্থার পক্ষ থেকে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে যেখানে যোগাযোগ করে আরো বিস্তারিত জানা যাবে নম্বরটি হলো ০৭০৪৪০৩৩৭১৪। উচ্চ মাধ্যমিকের পরে তিন থেকে পাঁচ বছরের মধ্যে যে কোন শাখায় গ্রাজুয়েশন, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং , আইন ইত্যাদি বিষয়ে পড়ার জন্য এই স্কলারশিপ দেওয়া হবে প্রতিমাসে।