Audition, Bankura, স্কুল বন্ধ করে বেসরকারি চ্যানেলের অডিশন, বাঁকুড়াজুড়ে সমালোচনার ঝড়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ জুলাই: স্কুল ছুটি দিয়ে একটি বেসরকারি চ্যানেলের গানের অডিশনের আয়োজনকে কেন্দ্র করে বাঁকুড়া শহরজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। বাঁকুড়া শহরের প্রাচীন টাউন বালিকা বিদ্যালয়ের এই ঘটনায় জেলার রাজনৈতিক দলগুলির শিক্ষক সংগঠনের পাশাপাশি শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিভাবকরা এই ঘটনার কড়া সমালোচনা করে স্কুলে শিক্ষার পরিবেশ বজায় রাখার মত প্রকাশ করেছেন।

অভিযোগ, সরকারি নিয়মে গত শনিবার স্কুল চালু থাকার কথা, কিন্তু স্কুলের পঠনপাঠন বন্ধ করে একটি বেসরকারি চ্যানেলের গানের অডিশন হয় বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলে। এনিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি জানান যে, স্কুল বন্ধ করে বেসরকারি সংস্থার অডিশন চালানো রাজ্য শিক্ষা দপ্তরের নীতির পরিপন্থী। এটা করা ঠিক
হয়নি। বেসরকারি সংস্থাকে ক্লাস বন্ধ রেখে স্কুল ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষের নেই। এজন্য বিদ্যালয় পরিদর্শকের অনুমতির প্রয়োজন ছিল।

বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলের শিক্ষিকাদের বক্তব্য, বিশেষ পরিস্থিতিতে প্রধান শিক্ষিকা বছরে দু’দিন ছুটি দিতে পারেন। যদিও তৃণমূল শিক্ষক সংগঠনের বক্তব্য, স্থানীয় অনুষ্ঠান উপলক্ষ্যে ছুটি প্রধান শিক্ষিকা দিতে পারেন। কিন্তু বেসরকারি সংস্থার অডিশনের জন্য নয়। অডিশন ছুটির দিন হতেই পারে।

অভিভাবকদের বক্তব্য, বেসরকারি চ্যানেলের গানের অডিশন হোক আপত্তি নেই। এতে শহরের নবীন প্রতিভা বিকাশের সুযোগ ঘটে। কিন্তু স্কুলের পঠনপাঠন বন্ধ মানা যায় না।

বিরোধী দলগুলির বক্তব্য, রাজ্য সরকার স্কুলগুলির শিক্ষার পরিবেশ নষ্ট করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *