পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: অসুস্থ রোগীদের নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাছে পুকুরে পড়লো একটি প্রাইভেট কার। ঘটনাটি ঘটেছে আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার ঠাকুরচকে।

ঘটনায় জানা যায়, আজ সকালে একটি প্রাইভেট গাড়িতে পাঁচ জন ব্যক্তি দাঁতনের জানকাপুর থেকে মেদিনীপুরে ডাক্তার দেখাবার উদ্দেশ্যে যাচ্ছিলেন। খাকুড়দার দিক থেকে বেলদার দিকে আসার সময় ঠাকুরচকের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ওই রাজ্য সড়কের কাছে একটি পুকুরে নেমে গিয়ে উল্টে পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে গাড়ির মধ্যে থাকা সকলকে উদ্ধার করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। পরে ক্রেন দিয়ে ওই দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে। তবে এই ঘটনায় গাড়ির মধ্যে থাকা সকলে সামান্য আঘাত পেলেও কোনো নিহতের ঘটনা নেই।

