পূর্ব মেদিনীপুরে বেসরকারি বাস চালু হলেও যাত্রীর অভাবে ক্ষতির সম্মুখীন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ জুন: সরকারি নির্দেশ মেনে সোমবার থেকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া মেচেদা সহ বেশ কয়েকটি রুটে চালু হয়েছে বেসরকারি বাস। কিন্তু সেভাবে যাত্রী না থাকায় বাস চালাতে গিয়ে সমস্যায় পড়ছে বাস মালিকরা।

সোমবার থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় চালু হয়েছে বেসরকারি বাস পরিষেবা। কিন্তু বাসে যে যাত্রী উঠবে সেভাবে তার দেখা না পাওয়ায় বাস চালানোর ভরসা পাচ্ছে না বাস মালিকরা। কিছু স্ট্যান্ডে যাত্রী মিললেও অধিকাংশ জায়গায় দেখা নেই যাত্রীর। করোনা মহামারির জন্য সরকার বাস চালানোর জন্য যে বিধিনিষেধ দিয়েছে তাতে করে কম সংখ্যক যাত্রী নিয়ে বাস চালাতে হবে। কিন্তু সে নিয়ম মেনে বাস চালালেও অধিকাংশ বাসে নূন্যতম যাত্রী না থাকায় সমস্যায় পড়েছে বাস কর্মী থেকে মালিকরা। যতই নিয়ম মেনে বাস চলুক যাত্রীরা অনেকেই বাসে উঠতে ভয় পাচ্ছে। তাই পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হলেও যাত্রী না থাকলে পরবর্তী সময়ে বাস মালিকরা বাস চালাতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *