আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ জুন:বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ দুধ বোঝাই গাড়ির। ঘটনাস্থলে আহত হয়েছে ১২ জন বলে পুলিশ সূত্রে খবর। সংঘর্ষের ফলে রাস্তার পাশের নয়নজুলিতে পড়ে যায় দুটি গাড়ি। বাসের চালক ও খালাশি আহত হলেও সুরক্ষিত যাত্রীরা। দুর্ঘটনার ফলে যানজট তৈরি হয় জাতীয় সড়কে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর কালপুর দক্ষিণ পাড়ায়। এই ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে যশোর রোডে। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বনগাঁ থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিল ডিএন ৪৪ রুটের বাস কালপুর এলাকায় উল্টো দিক থেকে আসা একটি দুধের গাড়ি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুটো গাড়িই যশোর রোডের পাশের নয়ানজুলিতে পড়ে যায়। সেই সময় বাসে ১২ জন যাত্রী ছিল, তাদের মধ্যে কয়েকজনের অল্পবিস্তর আঘাত লেগেছে। আহত হয়েছে বাসের চালক এবং খালাসি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এমনিতেই যশোর রোডের চওড়া এতোটাই কম দুটি গাড়ি পাশাপাশি যাওয়া যায় না। তার উপরে রাস্তার উপরে প্রাচীন শিড়িষ গাছের ডাল। অভিলম্বে গাছ কেটে রাস্তা সম্প্রসারণ করা উচিৎ। তা না হলে এমন ঘটনা প্রতিদিন অপেক্ষা করছে।

