রাষ্ট্রপতি সম্পর্কে অপমানজনক মন্তব্য করলেন কারামন্ত্রী, তীব্র সমালোচনা রাজ্যজুড়ে

আমাদের ভারত মেদিনীপুর এবার রাষ্ট্রপতিকেও আক্রমণের নিশানা! আর এই আক্রমণ করলেন রাজ্যের কারামন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। তিনি রাষ্ট্রপতির সৌন্দর্য নিয়ে কটূক্তি করেন। রাষ্ট্রপতি সম্পর্কে অপমানজনক মন্তব্য করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিজেপির তফসিলি মোর্চা।

গতকাল নন্দীগ্রামে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ ছিল। এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতি সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন রাজ্যের কারা মন্ত্রী তথা রামনগরের এই বিধায়ক। মন্ত্রী তাঁর বক্তব্যের শেষের দিকে ফের শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এমনকি তুইতোকারি–ও করেন। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী নাকি তাঁকে হাফপ্যান্ট মন্ত্রী বলেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ও আমাকে হাফপ্যান্ট মন্ত্রী বলে। আমি বলি, আমি যদি হাফপ্যান্ট মন্ত্রী হই তোমার বাবা কি নেংটি মন্ত্রী? আমার উপরে তো কোনও মন্ত্রী নেই। তোর বাবার উপরে তো মন্ত্রী ছিল। হাফপ্যান্টের উপরে কি পরে? তোর বাবা তাহলে নেংটি মন্ত্রী।

হাফপ্যান্ট মন্ত্রী ছাড়াও শুভেন্দু অধিকারীরা নাকি তার সম্পর্কে বলেন, অখিল গিরি দেখতে ভালো না। তৃণমূল কর্মীদের উপস্থিতিতে তিনি নিজেই একথা বলেন। আর সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে আক্রমণের পরই তিনি রাষ্ট্রপতির সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন।

অখিল গিরি বলেন, “আমি নাকি দেখতে ভালো না, কেউ পছন্দ করে না। কিন্তু আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতি চেয়ারকে আমরা সম্মান করি। তিনি কেমন দেখতে বাবা?”

এর পরেও তিনি না থেমে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন, “মেয়েরা ওকে পছন্দ করে না। আবার ধরতে গেলে বলে ডোন্ট টাচমি।”

বাদে আজ রাজ্যজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিজেপির তপশিলি মোর্চা। আর এই প্রতিক্রিয়ার পরই অখিল গিরি সংবাদ মাধ্যমকে ফোন করে জানান, “ক্ষোভের মাথায় বলে ফেলেছি। রাষ্ট্রপতিকে আপমান করতে চাইনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *