আমাদের ভারত, কলকাতা, ১৩ মে: দুর্বৃত্ত,বহিরাগতমুক্ত কলেজের দাবিতে পোস্টার হাতে কলেজের গেটের বাইরে ধর্নায় খোদ যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ। সোমবার খাস কলকাতা সাক্ষী রইল এই ঘটনার।
ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল কলেজ চত্বরে। থানায় লিখিত অভিযোগ করেছেন অধ্যক্ষ। মুখ্যসচিব ও রাজ্যপালকেও জানানো হয়েছে বলে খবর।
অভিযোগ, সাবির আলি নামে এক যুবকের নেতৃত্বে বেশ কিছুদিন ধরে কার্যত দুর্বৃত্তরাজ চলছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। তাঁর নেতৃত্বে বহিরাগতরা কলেজে দাপিয়ে বেরায় বলে অভিযোগ। ভর্তি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান, সবেতেই বহিরাগতদের বাড়বাড়ন্ত। কলেজের মধ্যেই অশ্লীল ভাষা ব্যবহার করা হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে পোস্টার হাতে কলেজের গেটের বাইরে খোদ অধ্যক্ষ পঙ্কজ রায়।
এ বিষয়ে অধ্যক্ষ বলেন, “আমাদের কলেজে দীর্ঘদিন ধরে সাবির আলির নেতৃত্বে অশান্তি চলছে। সব সময় বহিরাগতদের আনাগোনা লেগে আছে। এরা কোনওদিনই এই কলেজের ছাত্র ছিলেন না। যে শব্দ, ভাষা ব্যবহার করে তারা তা গুলি করার থেকেও বেশি।”
এই ঘটনার প্রতিক্রিয়ায় অধ্যক্ষ পরিষদ, পশ্চিমবঙ্গ-র সাধারণ সম্পাদক শ্যামলেন্দু চ্যাটার্জি এই প্রতিবেদককে জানান, “বিষয়টি খুবই স্বাভাবিক ঘটনা। প্রত্যেকটি কলেজের অধ্যক্ষকেই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিগত পাঁচ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার দরুন, বহিরাগতরা ছাত্র সংসদের দখল নিয়েছে। এখন পশ্চিমবঙ্গের সব কলেজের ছাত্র সংসদ অছাত্র দ্বারা নিয়ন্ত্রিত। ছাত্র সংসদের লাখ লাখ টাকার দিকে, এদের শুধু নজর। সরস্বতী পুজো দিয়ে বছর শুরু হয়, শেষ হয় ডিজে দিয়ে। সারা বছর মচ্ছব।”