আমাদের ভারত, ৭ আগস্ট: ভারতীয় হস্তশিল্পীদের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের মাধ্যমে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেছেন। বুধবার জাতীয় হস্তচালিত তাঁত দিবস উপলক্ষে জনগণকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স-বার্তায় তিনি বলেছেন, “জাতীয় হস্তচালিত তাঁত দিবসে শুভেচ্ছা জানাই। দেশজুড়ে হস্তচালিত তাঁত শিল্পের মহান ঐতিহ্য এবং প্রাণবন্ত পরম্পরার জন্য আমরা গর্বিত। আমাদের হস্তশিল্পীরা প্রশংসার যোগ্য। ‘ভোকাল ফর লোকাল’-এর মাধ্যমে আমাদের অঙ্গীকার এই অবকাশে পুনর্ব্যক্ত করছি”।প্রেস ইনফরমেশন ব্যুরো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।