PM, Naihati Station, Amrit Bharat, অমৃত ভারত প্রকল্পের শিলান্যাস নৈহাটি রেল স্টেশনে, ভার্চুয়ালি উপস্থিত প্রধানমন্ত্রী

আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি: ভারতবর্ষের ৫৫৪টি রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশন হিসেবে তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে ভারত সরকারের রেল দপ্তরের পক্ষ থেকে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৪৫টি রেল স্টেশন রয়েছে, যার মধ্য পূর্ব রেলের ২৮টি রেল স্টেশনের জন্য ৭০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে নৈহাটি রেলস্টেশনের জন্য ৭.৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যে কাজের আনুষ্ঠানিক সূচনা করা হলো সোমবার নৈহাটি চিলড্রেন পার্কের মাঠে।

এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই প্রকল্পের শিলান্যাস করেন। বিশিষ্ট মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল ছাড়াও নৈহাটিতে উপস্থিত ছিলেন পূর্ব রেলের আধিকারিক সৌমিত্র মজুমদার জেড আর সিসিইউ মেম্বার রেলওয়ে রূপক মিত্র, অর্জুন পুরস্কারপ্রাপ্ত বিশ্বজিৎ পালিত সহ একাধিক রেলের উচ্চ পদস্থ আধিকারকরা।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব রেল আধিকারিক সৌমিত্র মজুমদার বলেন, আজ সারা ভারতবর্ষে ভারতীয় রেলে ৫০০- র বেশি স্টেশন এবং ১৫০০-র বেশি রোড ওভারব্রিজ এবং রোড আন্ডার ব্রিজের শিল্যানাসের অনুষ্ঠান হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৪৫টি রেল স্টেশন রয়েছে, যার মধ্য পূর্ব রেলের ২৮টি রেল স্টেশনের জন্য ৭০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে নৈহাটি রেলস্টেশনের জন্য ৭.৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *