সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ সেপ্টেম্বর: প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন পালন করছে বিজেপি। এদিন উত্তর ২৪ পরগনার বনগাঁ শহর থেকে গ্রামে চলছে বিভিন্ন সেবা মূলক কাজকর্ম। এদিন বই বিতরণ, বস্ত্র বিতরণ ও রক্তদান শিবির আয়জন করে বনগাঁ পৌর মন্ডলের। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
ভারতীয় জনতা পার্টির পক্ষ এই সেবা সপ্তাহ পালন করা হচ্ছে ২২টা ওয়ার্ডে প্রত্যেকদিন সেবামূলক কার্যকলাপ করা হচ্ছে। বনগাঁ পৌর মন্ডলের পক্ষ থেকে, উত্তর মণ্ডলের সভাপতি শোভন বৈদ্যের নেতৃত্বে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলছে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন। অনুষ্ঠানের শুরুতে মটর বাইক র্যালি করেন জেল নেতৃত্বরা। এদিন সকাল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পড়ে দুঃস্থ পরিবারদের বস্ত্রদান, মাক্স বিতরণ, ছাতা সহ বৃক্ষরোপন, কর্মসূচি রাখা হয়েছে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চ্যাটার্জি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বনগাঁ পৌর মন্ডলের সভাপতি শোভন বৈদ্য।