Modi, BJP, Singur, ১৮ জানুয়ারি সিঙ্গুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমাদের ভারত, হুগলি, ৭ জানুয়ারি: আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে জনসভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তথ্য জানিয়েছেন বিজেপির হুগলি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়।

প্রধানমন্ত্রীর সভাস্থল চূড়ান্ত করতে সোমবার সিঙ্গুরের গোপালনগর এলাকায় একাধিক জমি ও মাঠ পরিদর্শন করেন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব। এদিন সিঙ্গুরে টাটা মোটরর্সের ছেড়ে যাওয়া জমি সহ সংলগ্ন একাধিক এলাকা ঘুরে দেখেন তাঁরা।

পরিদর্শনে উপস্থিত ছিলেন বিজেপির হুগলি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সম্পাদক দীপাজ্ঞন গুহ সহ দলের একাধিক নেতা।

এ প্রসঙ্গে গৌতম চট্টোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসছেন। টাটাদের জমি ছাড়াও অন্য জমিও দেখা হচ্ছে। যেটা উপযুক্ত হবে, সেখানেই সভা হবে। এখান থেকে টাটাদের বিতাড়িত করেছে তৃণমূল কংগ্রেস। সেই ঘটনাকে ঘিরে মানুষের মধ্যে গভীর সেন্টিমেন্ট রয়েছে।”

তিনি আরও দাবি করেন, “সিঙ্গুরের মানুষ না পেয়েছে জমি, না পেয়েছে শিল্প। তৃণমূল মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে। ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে টাটাকে আবার ফিরিয়ে আনা হবে—এটাই আমাদের প্রতিশ্রুতি।”

রাজনৈতিক মহলের মতে, সিঙ্গুর থেকেই একসময় তৃণমূল কংগ্রেসের উত্থান ঘটেছিল। এবার সেই সিঙ্গুরকেই সামনে রেখে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক বার্তা দিতে চাইছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *